শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

যদি ডাকে তবে যাব
ভুলে গিয়ে যতসব পীড়া সে দিয়েছে আমায়
সব কথা অব্যক্ত রেখে
বেড়াব উল্লাসে।
হঠাৎ পালটে দেব
অভিজাত কষ্টের যাওয়া-আসা
যদি অন্তর কাঁপে, আমি যাব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন