রবিবার, ২ অক্টোবর, ২০১১

হুম! এমনো হয়, সময়ও অসময়ের মত ঠেকে যেন
কিংবা বিরাট এক শূণ্যতায় ভাসে ...ভয়!
এখানে অরণ্যভরা দ্বিধাহীন দ্বৈরথে নামে নিঃসঙ্গতা
আর মর্মর শব্দে স্মৃতি জমা হয়।
যেন ভাসছে এক আসমান চিল আর উন্মুখ চোখ ছুটছে।
যাচ্ছে প্রেম; যাচ্ছে সুখ; অনর্গল পংক্তিমালা
বিবর্ণতায় পড়ছে ভাটা -অবিশ্রান্ত ভ্রমণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন