রবিবার, ২ অক্টোবর, ২০১১

তোমার সীমানায় পৌঁছুবেনা
আমার দীর্ঘস্বাসেরা
ভালো নেই তুমি
পুড়তে ভালোবাসো, ভালোবাসো পোড়াতে
তোমার আকাংখা সত্য হোক
আমি পুড়ি, পোড়ো তুমিও
আর সুখী হই এই ভেবে
বেঁচে আছি দু'জনেই, পুড়ছি বলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন