ধরো যদি এমন করে দিই
সমুদ্রের বুকে জন্ম দিই ঘাস
আর উড়ুক জোনাকী!
তুমি পা ডুবিয়ে হাঁটলে আর
দেখলে আকাশ তোমার পায়ের পাতায়
হাবুডুবু খাচ্ছে!
সমুদ্রের বুকে জন্ম দিই ঘাস
আর উড়ুক জোনাকী!
তুমি পা ডুবিয়ে হাঁটলে আর
দেখলে আকাশ তোমার পায়ের পাতায়
হাবুডুবু খাচ্ছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন