বেশ রাত অব্দি জেগে ছিলে তুমি কালও
আজ রাতেও কি জেগে আছ অমন করেই?
মরা গাং'এ ঢেউ তোলা যায়
আজও তা ভাবছ নাকি?
শোনো, ঘুণপোকাদের দখলে যাবার আগেই
তোমায় বলে রাখি
পুড়িয়ে ফেলো, যত পারো ...
আটপৌড়ে স্মৃতি।
অবসাদে ভ'রে আছে আমার আত্মা
তবু না বলা কথা'র ভিড়ে মনে হল
এই কথাটা জানিয়ে তোমায় রাখি!
ঘুণপোকাদের দখলে যাবার আগে
পুড়িয়ে ফেলো
মন পোড়ানো স্মৃতি ...
আজ রাতেও কি জেগে আছ অমন করেই?
মরা গাং'এ ঢেউ তোলা যায়
আজও তা ভাবছ নাকি?
শোনো, ঘুণপোকাদের দখলে যাবার আগেই
তোমায় বলে রাখি
পুড়িয়ে ফেলো, যত পারো ...
আটপৌড়ে স্মৃতি।
অবসাদে ভ'রে আছে আমার আত্মা
তবু না বলা কথা'র ভিড়ে মনে হল
এই কথাটা জানিয়ে তোমায় রাখি!
ঘুণপোকাদের দখলে যাবার আগে
পুড়িয়ে ফেলো
মন পোড়ানো স্মৃতি ...
ভাবছি, আর কবিতা না লিখলেও চলবে আমার :)
উত্তরমুছুনআমিও ভাবছি, কেন এই কথা লিখলেন?
উত্তরমুছুন