ভালবাসা এমনি সরল যে তাকে ইচ্ছে করলেই বলে দেয়া যায়না
আমি তোমার জন্যে বিসর্জন দেব সবটা।
ভালবেসে বরং ফিরে যাওয়া যায়, দূর থেকে দূরে, আরো দূরে
ভালবাসায় তাই অবধারিত অবাধ্য জলের পতন
পদ্মপাতা'র বুক থেকে ...
ভাল না বেসে বেঁচে থাকা যায় বরং বেশ
ইচ্ছে'র অবাধ্যতা গিলে বলে দেয়া যায় অকপটে
ফিরবনা, রয়ে যাব, করব জীবন পাড়, জীবনের ছলে।
না ভালবেসে শতবার মৃত হওয়া যায়।
আমি তোমার জন্যে বিসর্জন দেব সবটা।
ভালবেসে বরং ফিরে যাওয়া যায়, দূর থেকে দূরে, আরো দূরে
ভালবাসায় তাই অবধারিত অবাধ্য জলের পতন
পদ্মপাতা'র বুক থেকে ...
ভাল না বেসে বেঁচে থাকা যায় বরং বেশ
ইচ্ছে'র অবাধ্যতা গিলে বলে দেয়া যায় অকপটে
ফিরবনা, রয়ে যাব, করব জীবন পাড়, জীবনের ছলে।
না ভালবেসে শতবার মৃত হওয়া যায়।
i like this one... :)
উত্তরমুছুনmy pleasure! :)
উত্তরমুছুন