যে জীবন কাটাচ্ছি আমি, সে তো আমার নয় ...
আমার তো কথা ছিলোনা এমন করে ছুটবো!
আমার ঘুম ভেঙ্গে যায় কাঙ্গালের মত, যেন কি নেই
যেন কি শংকায়
ঘর আছে কিনা, নুন আছে কিনা
তারপর কেউ এলো কিনা, এমনকি
তারা এসে যাবার আগেই ঠিকঠাক হল কিনা অন্দরমহল!
ভালবাসা'র সন্দিগ্ধতায় আমার চোখ ভিজে যাবে
এমন কথা কখনোই ছিলোনা ...
আমার বরং সময়কে পেছনে ফেলে
ফুল নিয়ে, সুখ নিয়ে, সুর নিয়ে
পাতাদের ঝিরিঝিরি আন্দোলনে
আর চোখ থেকে চোখে
জেগে ওঠা তরঙ্গে ভর করে, নিঃশ্বাসে স্বাধীনতা'র
প্রচন্ডতা নিয়ে শুধু এমনি করে, অম্নি করে, যেমন করে
তেমন করে, হেসে হেসে, কেঁদে কেঁদে, নিশ্চুপ ভেবে, কথার আবেগে
জেগে ওঠার প্রতিশ্রুতি ছিলো জীবনের কাছে!
অথচ কেবল রাত আর ভোর হওয়া ছাড়া কোন আন্দোলন নেই
নেই কোন তীব্রতা বেঁচে থাকার ...
যেন এমনি হবার কথা ছিলো, যেন এমনটাই হয়, তাই
এভাবেই চলে যাব এপাড় বেয়ে ওপাড়ে!
তবে আর কি সাধ ছিল জীবনে?
আকাশের ম্রিয়মাণ আলোয় আমি দেখবনা কি আর খসে পড়া চোখের
ভিতর থেকে উদ্ভাসিত আলোয় আমার জন্যে আহ্বান!
আমি এই জীবনের কাছে শুধু কি এমনই চেয়েছি?
যে জীবন চলেছে আমার; সে তো আমার নয়!
আমার তো কথা ছিলোনা এমন করে ছুটবো!
আমার ঘুম ভেঙ্গে যায় কাঙ্গালের মত, যেন কি নেই
যেন কি শংকায়
ঘর আছে কিনা, নুন আছে কিনা
তারপর কেউ এলো কিনা, এমনকি
তারা এসে যাবার আগেই ঠিকঠাক হল কিনা অন্দরমহল!
ভালবাসা'র সন্দিগ্ধতায় আমার চোখ ভিজে যাবে
এমন কথা কখনোই ছিলোনা ...
আমার বরং সময়কে পেছনে ফেলে
ফুল নিয়ে, সুখ নিয়ে, সুর নিয়ে
পাতাদের ঝিরিঝিরি আন্দোলনে
আর চোখ থেকে চোখে
জেগে ওঠা তরঙ্গে ভর করে, নিঃশ্বাসে স্বাধীনতা'র
প্রচন্ডতা নিয়ে শুধু এমনি করে, অম্নি করে, যেমন করে
তেমন করে, হেসে হেসে, কেঁদে কেঁদে, নিশ্চুপ ভেবে, কথার আবেগে
জেগে ওঠার প্রতিশ্রুতি ছিলো জীবনের কাছে!
অথচ কেবল রাত আর ভোর হওয়া ছাড়া কোন আন্দোলন নেই
নেই কোন তীব্রতা বেঁচে থাকার ...
যেন এমনি হবার কথা ছিলো, যেন এমনটাই হয়, তাই
এভাবেই চলে যাব এপাড় বেয়ে ওপাড়ে!
তবে আর কি সাধ ছিল জীবনে?
আকাশের ম্রিয়মাণ আলোয় আমি দেখবনা কি আর খসে পড়া চোখের
ভিতর থেকে উদ্ভাসিত আলোয় আমার জন্যে আহ্বান!
আমি এই জীবনের কাছে শুধু কি এমনই চেয়েছি?
যে জীবন চলেছে আমার; সে তো আমার নয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন