শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

কল্পনায় কথোপকথনে ভুলেই গেছিলাম
আমি মর্ত্যলোকের মেয়ে
এখানে অবেলা ডোবেনা
মানুষের চিরচেনা বিশ্বাসে ওড়ে পাতারা
এখানে দিনের নিয়মে হয় দিন,
রাত পড়ে যায় রাতের নিয়মে
তবে শুধু দুপুর হলে
সবাই যখন নিয়ম করে ঘুমোতে যায়
আমি মর্ত্যলোকের মেয়ে আর একটু বাঁচব বলে
স্বপ্ননেশায় ডুবি ...
আর একটু ছুটতে যে চাই ...
আর একটু বাঁচতে যে চাই, বাঁচার নিয়মে!

তারপর দুপুর গড়ায়,
মানুষেরা দৌড়োয় নিয়মের পেছন পেছন
এরাও স্বপ্ন বোনে
এরা পৌঁছে যায় গন্তব্যে ...

শুধু আমি পারিনা
আমার বেঁচে থাকার নিয়ম আর
ডানা দু'টোকে আবার আড়াল করে দিয়ে
মানুষের নিয়মের ভিড়ে হারিয়ে যাই ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন