সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

তোমাকে ওভাবে চলে যেতে দেখে দেখে
মনে হয়, আর কোন চলে যাওয়া দেখে
ব্যাকুল হবেনা নিঃশব্দ সময়!
কেন, ওভাবেই বারবার চলে যাও তুমি?
কেন, এভাবেই বারবার ফিরে ফিরে আসো?
যাবে, যেতে হবে ... আমাকেও যেতে হয়
কেন তবু ফিরে ঘুরে এসো?
...যাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন