শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১

মধ্যরাতের পরিত্যাক্ত নির্জন রাতের আকাশে
শুকতারা আর চাঁদের অভিসার দেখে দেখে
মেতে উঠলাম এক জীবনের পথে
ভুলে, এখানেও আছে এক জীবন পড়ে।
পরিণয়ে নয়,
তারা আর চাঁদের দূরত্ব দেখে যেখানে ভোর হয়!
এই গূঢ় সত্যে বেঁচে থেকে থেকে
ক্লান্ত পা'য়ে শুরু করি যাত্রা আবার।
ভুলে, বনহরিণীর বুকের কোমলতা নিয়ে
এখানে বেঁচে থাকা দায়!
কাটে বেঘোরে লেগে থাকা ঘোর
অতিক্রান্ত পথে ফিরে যেতে
লাগে আরো কিছুটা সময় ...

যে পথে ফেরেনি কেউ
সেই পথ খুঁজে, বৃষ্টিতে ভিজে পাই
নতুন বাতাস!
সকরুণ, নিদারুণ প্রণয়বিলাস।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন