রোদের গল্প আমি কার কাছে করব
রোদ যখন আমাকে এই প্রশ্ন করল
আমি বরাবরের মত হোঁচট খেলাম।
ছোটবেলায় দেখেছি এক প্রবীণা
প্রতি ভোরে উঠে তাকাতেন রোদের দিকে!
আশৈশব যেমন পারিনি-
শত চেষ্টায়ও রোদকে খোলা চোখে দেখতে
এমন ভরা যৌবনেও আমি তাই রয়ে গেলাম ...
রোদ যখন আমাকে এই প্রশ্ন করল
আমি বরাবরের মত হোঁচট খেলাম।
ছোটবেলায় দেখেছি এক প্রবীণা
প্রতি ভোরে উঠে তাকাতেন রোদের দিকে!
আশৈশব যেমন পারিনি-
শত চেষ্টায়ও রোদকে খোলা চোখে দেখতে
এমন ভরা যৌবনেও আমি তাই রয়ে গেলাম ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন