বুধবার, ১২ অক্টোবর, ২০১১

ঘোর অমাবস্যার রাতে মাঠের উপরে
সারি সারি কাশের বনেতে সে এসেছিল
চলে গেছে সবটুকু প্রেম বুকে নিয়ে তার।
বিরান এই বিবর্ণ নগরীতে
সেই মাঠ, সেই অমাবস্যা নেই আর
দহনের কাল রয়ে গেছে।

এই বুকের মলাটে রয়েছে রক্ত, ক্ষত
ভেতরে ক্ষয়িষ্ণু নদী তার
বিন্দুসম দেহ নিয়ে চলে
নদী চলে আর বলে যায়
যা কিছু ফেলে আসা তার
রাত, মাঠ, প্রেম বুকে নিয়ে এসেছিল রাজার কুমার!
এসেছিল আকাশ পেছনে ফেলে
মুছে দিয়ে চন্দ্রটিকা, লালিত্য, বেশভূষা
একাকী সময় অবজ্ঞ্যাভরে ঠেলে
সে এসেছিল অমাবস্যার রাতে, কাশের বনেতে
সবটুকু প্রেম বুকে নিয়ে তার ...
ফিরে সে গেছে, সেই প্রেমিক কুমার।

এই নিঃসীম শূণ্য লোকালয়ে
সব নামের গহীনে
বেড়ে ওঠা কদমের ডালে
পাখিদের মৃদু কোলাহলে
সে যে ফিরবে না আর
একাকী চলে আসা রাজার কুমার!

1 টি মন্তব্য: