উহ! কিচ্ছু দেখতে পারছিনা, হারিয়ে যাচ্ছি, মিলিয়ে যাচ্ছি
একটা কোন অবলম্বন পেতাম!
কিছুই তো মিলছেনা, আমি কি মরে যাচ্ছি?
অথবা যাচ্ছি কোন অজানায়!
কি যায় আসে! মৃত্যু, সে তো অজানায়ই যাত্রা!
হা হা হা, যেন জীবনের অধ্যায়গুলো কত জানা আছে!
নাহ! এখন আবার কেন এমন মনে হল
আমার একটা অবলম্বন দরকার
ছুটতে হবে ... পারছিনা, তাও পারছিনা আমি!
থেমে আছি, থেমে কি আছি?
আচ্ছা, এমনো তো হতে পারে, আমি স্বপ্ন দেখছি...
নাহ, এর নাম দুঃস্বপ্ন, শুনেছি।
তাহলে ঘুম ভেঙ্গে গেলে আমি যে ছুটতে পারব না,
হারিয়ে যাব, মিলিয়ে যাব
তার কি নাম দেব? ...
একটা কোন অবলম্বন পেতাম!
কিছুই তো মিলছেনা, আমি কি মরে যাচ্ছি?
অথবা যাচ্ছি কোন অজানায়!
কি যায় আসে! মৃত্যু, সে তো অজানায়ই যাত্রা!
হা হা হা, যেন জীবনের অধ্যায়গুলো কত জানা আছে!
নাহ! এখন আবার কেন এমন মনে হল
আমার একটা অবলম্বন দরকার
ছুটতে হবে ... পারছিনা, তাও পারছিনা আমি!
থেমে আছি, থেমে কি আছি?
আচ্ছা, এমনো তো হতে পারে, আমি স্বপ্ন দেখছি...
নাহ, এর নাম দুঃস্বপ্ন, শুনেছি।
তাহলে ঘুম ভেঙ্গে গেলে আমি যে ছুটতে পারব না,
হারিয়ে যাব, মিলিয়ে যাব
তার কি নাম দেব? ...
...ছুটতে থাকা স্বপ্নগুলো ছুঁতে চেয়ো না
উত্তরমুছুনস্বপ্নেরা নাকি ছোটে আলোর চেয়েও দ্রুত!
ভালোবাসা নাকি আলোকেও করে দেয় ম্লান!
যদি ঘুম ভেঙ্গে উঠতেই হয় তাহলে লাগাও ছুট...ভালোবাসা নিয়ে।