রবিবার, ২ অক্টোবর, ২০১১

নিজে হন্তারক না হও
হত্যা করার অধিকার আমায় দাও, নিজেকে।
বিষে নীল হবোনা...
পরম শান্তিতে চোখ বুজে, অপার্থিব হবো শুধু।
কাব্যের দ্যোতনায় ভাবনা বিন্যস্ত করতে
ইদানীং বড় অস্বস্তিতে ভুগি;
মূলত এখন আর সাজাতে পারিনা কিছু!
বন্ধ্যা আবেগের নদীতে তবু সাঁতরে
চোরাবালিতে বন্ধক রাখি নিষ্ঠুর প্রেম
যে পিছু ছাড়েনি কখনো, আমাকেও ভুলতে দেয়না কিছু।
সময় তার রূপ বদলের পালায় ফিরে, হেরে আসে
পুনরাবৃত হয় ব্যাঙের জীবনচক্রের মত-
আমার স্বপ্ন কারুকাজ।
দুঃখ বাসর যাপন করব জেনেও
বেহুলা হবার ইচ্ছে জাগে
লক্ষিন্দর, তোমায় পেয়েও চাইতে পারিনা।
অন্য মন্দিরে ঘন্টা বাজবে বলে
নগ্ন পূজোয় বিসর্জন দেব অথর্ব জীবন।
ভালোবাসিনি, যখন বাসতে পেরেছি ভালো
হারাতে পারিনি তোমার মাঝে, পারিনা
আমায় যে শেকল পরিয়ে ব্রতী করেছি!
তাই... নিজে হন্তারক না হও
হত্যা করার অধিকার আমায় দাও নিজেকে।
অসীমে তোমাতে হারাব এই জেনে
আমি অপার্থিব হব; পরম শান্তিতে।
ব্রতী হয়ে আর বিসর্জন দেবোনা
সাধের জীবন, নগ্ন পূজোয়।

২টি মন্তব্য: