ঝলমলে রোদ উঠেছে, দেবী এলেন বলে
আজ একটু পর সবাই বেরুবে
আমি যাবনা; আমি কোত্থাও যাবনা।
আমি বসে থাকব, ভাববো,
তারপর যখন বিকেল গড়াবে, আর আলো পড়ে যাবে
হাঁটতে শুরু করব, একা।
যাব, দেবীভ্রমণে...
উম, ভাববো, কিন্তু কি ভাববো আমি এখন, আজ?
ঠিক আছে বরং ভাবি, আজ কেন মন চাইলোনা ছুটি!
ওকে এত করে বললাম, যাও, ঘুরে এসো!
মন, আচ্ছা, বলোতো, কেন নিলেনা ছুটি?
মন, ম...ন!!! শুনছো?
থাক, শুনোনা, তুমি বরং আমার মতই বসে থাকো, বিশ্রাম করো
...আচ্ছা, কতদিন ঘুমাওনি তুমি?
আজ একটু পর সবাই বেরুবে
আমি যাবনা; আমি কোত্থাও যাবনা।
আমি বসে থাকব, ভাববো,
তারপর যখন বিকেল গড়াবে, আর আলো পড়ে যাবে
হাঁটতে শুরু করব, একা।
যাব, দেবীভ্রমণে...
উম, ভাববো, কিন্তু কি ভাববো আমি এখন, আজ?
ঠিক আছে বরং ভাবি, আজ কেন মন চাইলোনা ছুটি!
ওকে এত করে বললাম, যাও, ঘুরে এসো!
মন, আচ্ছা, বলোতো, কেন নিলেনা ছুটি?
মন, ম...ন!!! শুনছো?
থাক, শুনোনা, তুমি বরং আমার মতই বসে থাকো, বিশ্রাম করো
...আচ্ছা, কতদিন ঘুমাওনি তুমি?
...ঘুম ছেড়ে উঠে আসা ছায়ার আলোয়
উত্তরমুছুনতুমি খুজঁতে যেয়ো না কিছুই
ঝলমলে আলোর পরই যে নিকষ আঁধারের চুমু।
মনকে না হয় আজ না-ই শুধালে,
লুকোচুরিই না হয় খেললো কিছুক্ষণ নির্বোধটা আঁধারের সাথে।