শনিবার, ৮ অক্টোবর, ২০১১

যাবে? যাও তবে ...
যাবার আগে মনে রেখো
কখনো, কোনদিন যদি পেছনে তাকাও
এই বিকেলের ম্লান রোদের আদরে
আমাকে দেখবে ঠাঁয় আছি দাঁড়িয়ে।

তুমি মনে রেখো, ভুলেও ভুলোনা
আমাদের ছায়া এখানে রয়ে গেলো
দীঘির জলে আর ভেসে চলা নৌকো'র সারিতে
প্রেমাতুর মানুষের চোখে
যারা আমাদের ছায়ার আদলে পেয়েছিল
ভালবাসা শব্দটিকে।

সেইসব মনের পুঞ্জীভূত আবেগের কোলে
তুমি আমার পাশেই আছো
আমাকে তুমি কি করে মিটাবে?

যাবে? ... যাও তবে
শুধু মনে রেখো
তোমার নিঃশ্বাস লালন  করবে আমার দীর্ঘশ্বাস
আর আমি বিকেলের ম্লান রোদের আদরে
হেসে হেসে ভুলে যাব তোমার চলে যাওয়া!

৪টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. ভাইয়া, রেশ টানলি কেন? আমার লেখার আগে চলে গেলো তো!
    গেরস্থালি, ধন্যবাদ।

    উত্তরমুছুন