তারপর হেমন্তের শেষ রাতের অপেক্ষায় রইলাম
একটি শিশুও যে রাতে থাকলোনা দাঁড়িয়ে ফুটপাথে
আধো ঘুম, আধো খোলা চোখে
আমার ঘরে ফেরা দেখবেনা বলে আর
নিবিড় মমতায় আমি দেখে নিলাম শেষবার
ঘুমন্ত রাস্তা'র বুকেতে রয়েছে দিব্যি তোলা
ঘরে ফেরা প্রতিরাত আমার বা তার!
শিশিরের রং'এ তার চোখরঙ পড়েছিল ঢাকা
ইঙ্গিতে বুঝিনাই কোন মায়া ছিলো তার বুকের তল্লাটে
এতোবার এলাম গেলাম
একই সব অলি গলি পেরিয়ে
বুঝিনাই হেমন্তের রাতের মায়া পরে গেলে
শেষ হবেনা ফেরা আমার বা তার!
তারপর কত কত হেমন্ত পেরুল, কত রাত শেষ হল শুরুতে
সেই যে থামল শিশু
আর তারা ফেরেনাই,
আধো ঘুম, আধো খোলা চোখে
ঘরে ফেরা দেখেনাই আমার বা তার!
শেষ যেন হলোনা আমার ...
এই রাত আসবে তাই প্রতিরাতে ফিরি আজো ঘরে
সেই রঙ চোখে মেখে বসে থাকি রাত কোলাহলে
হেমন্তের রাত বুঝি এলোনা আবার!
হেমন্তের রাত আর এলোনা,আঁধার!
একটি শিশুও যে রাতে থাকলোনা দাঁড়িয়ে ফুটপাথে
আধো ঘুম, আধো খোলা চোখে
আমার ঘরে ফেরা দেখবেনা বলে আর
নিবিড় মমতায় আমি দেখে নিলাম শেষবার
ঘুমন্ত রাস্তা'র বুকেতে রয়েছে দিব্যি তোলা
ঘরে ফেরা প্রতিরাত আমার বা তার!
শিশিরের রং'এ তার চোখরঙ পড়েছিল ঢাকা
ইঙ্গিতে বুঝিনাই কোন মায়া ছিলো তার বুকের তল্লাটে
এতোবার এলাম গেলাম
একই সব অলি গলি পেরিয়ে
বুঝিনাই হেমন্তের রাতের মায়া পরে গেলে
শেষ হবেনা ফেরা আমার বা তার!
তারপর কত কত হেমন্ত পেরুল, কত রাত শেষ হল শুরুতে
সেই যে থামল শিশু
আর তারা ফেরেনাই,
আধো ঘুম, আধো খোলা চোখে
ঘরে ফেরা দেখেনাই আমার বা তার!
শেষ যেন হলোনা আমার ...
এই রাত আসবে তাই প্রতিরাতে ফিরি আজো ঘরে
সেই রঙ চোখে মেখে বসে থাকি রাত কোলাহলে
হেমন্তের রাত বুঝি এলোনা আবার!
হেমন্তের রাত আর এলোনা,আঁধার!
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন