রবিবার, ২ অক্টোবর, ২০১১

যে অনুভব করে, যে বোঝে
সে না বললেও বোঝে
যে বোঝেনা, তাকে বোঝাবার
আর কোন চেষ্টা আমি করবোনা।
কাঁদবোনা কখনো  দৃষ্টির অগোচরে
বাঁচবো, তবু ফিরবোনা, কখনোই না।

২টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. ইস! ফিরবোনা বললেই হলো ?
    আমি বুঝি পেছনে ঘুরে তাকাতে পারিনা ?
    অনুভবে ছুঁয়ে দিয়ে আমি ভাঙ্গাতে পারি সব অভিমান।

    উত্তরমুছুন