যে অনুভব করে, যে বোঝে
সে না বললেও বোঝে
যে বোঝেনা, তাকে বোঝাবার
আর কোন চেষ্টা আমি করবোনা।
কাঁদবোনা কখনো দৃষ্টির অগোচরে
বাঁচবো, তবু ফিরবোনা, কখনোই না।
সে না বললেও বোঝে
যে বোঝেনা, তাকে বোঝাবার
আর কোন চেষ্টা আমি করবোনা।
কাঁদবোনা কখনো দৃষ্টির অগোচরে
বাঁচবো, তবু ফিরবোনা, কখনোই না।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনইস! ফিরবোনা বললেই হলো ?
উত্তরমুছুনআমি বুঝি পেছনে ঘুরে তাকাতে পারিনা ?
অনুভবে ছুঁয়ে দিয়ে আমি ভাঙ্গাতে পারি সব অভিমান।