সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

কি অপেক্ষা করে আছে আমার জন্যে!
নির্মম একাকীত্ব নাকি নিশ্চিত পরিণয়?
যদিও জানি পরিণয় কখনো নিশ্চিত নয়
এমনকি পরিণত পরিণয়েও একাকীত্ব
শকুনের চোখের মত চেয়ে রয়।
সেই কথা ভেবে অপেক্ষা না ফুরানোর
তাড়াটাই রয়।

৩টি মন্তব্য: