কি অপেক্ষা করে আছে আমার জন্যে!
নির্মম একাকীত্ব নাকি নিশ্চিত পরিণয়?
যদিও জানি পরিণয় কখনো নিশ্চিত নয়
এমনকি পরিণত পরিণয়েও একাকীত্ব
শকুনের চোখের মত চেয়ে রয়।
সেই কথা ভেবে অপেক্ষা না ফুরানোর
তাড়াটাই রয়।
নির্মম একাকীত্ব নাকি নিশ্চিত পরিণয়?
যদিও জানি পরিণয় কখনো নিশ্চিত নয়
এমনকি পরিণত পরিণয়েও একাকীত্ব
শকুনের চোখের মত চেয়ে রয়।
সেই কথা ভেবে অপেক্ষা না ফুরানোর
তাড়াটাই রয়।
like this one even more
উত্তরমুছুনhappy that you liked it more :)
উত্তরমুছুনdon't know why I love this one so much...
উত্তরমুছুন